চাঁচলে চালু হল ৬৪ শয্যার কোভিড হাসপাতাল - Songoti

চাঁচলে চালু হল ৬৪ শয্যার কোভিড হাসপাতাল

Share This

দেবাশিস ঘোষ, চাঁচল: মালদহ জেলার চাঁচলে চালু হল ৬৪শয্যার কোভিড হাসপাতাল । চাঁচলের সুপার স্পেশ্যালিটি হাসপাতালের পাশেই রয়েছে পুরোনো মহকুমা হাসপাতাল ভবন । ওই হাসপাতাল ভবনটিকে সংস্কার করা হয়। ওই ভবনেই সোমবার বিকেলে কোভিড হাসপাতালের উদ্বোধন করা হয় । উদ্বোধনে উপস্থিত ছিলেন  জেলা শাসক রাজর্ষি মিত্র , জেলার সি এম ও এইচ শৈবাল মিত্র , চাঁচলের মহকুমাশাসক সঞ্জয় পাল , চাঁচলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ ,মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি , হরিশচন্দ্র পুরের বিধায়ক তজমুল হোসেন ।

হাসপাতাল উদ্বোধনের পর  জেলার সিএমওএইচ শৈবাল বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন , " আপাতত ৬৪ শয্যার এই কোভিড হাসপাতাল চালু করা হল । প্রয়োজন অনুসারে ধাপে ধাপে শয্যা আরও বাড়ানো হবে । "চাঁচলের নবনির্বাচিত বিধায়ক নীহাররঞ্জন ঘোষ বলেন, করোনা ভয়াবহ সংক্রমণ ছড়াচ্ছে । রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এখানে কোভিড হাসপাতাল করার জন্য  আমরা আবেদন করেছিলাম । আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই আবেদন মঞ্জুর করেছেন।তাঁর নির্দেশে জেলাশাসক ও ৩ বিধায়ক মিলে আজকে আমরা চাঁচলে এই কোভিড হাসপাতালের উদ্বোধন করলাম । এই হাসপাতালটিকে থেকে ১০০ শয্যার করা হবে । চিকিৎসার জন্য মানুষকে যেন আর দূরে ছুটতে না হয় সেই চেষ্টাই আমরা করছি।" চাঁচলের বাসিন্দা উত্তম শ্রীবাস্তব বলেন , " চাঁচলে কোভিড হাসপাতাল চালু হওয়ার ফলে এলাকার মানুষজনের সুবিধা হল । চাঁচল সহ রতুয়া ও হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মানুষজন উপকৃত হবেন। চিকিৎসার জন্য ৭০ কিলোমিটার দূরে মালদায় ছুটে যেতে হবে না "

No comments:

Post a Comment