শহরের এক পাঁচতারা হোটেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা গুড্ডু ও তার আগত সিনেমার কাস্ট এবং ক্রু। মিস্টার বেঙ্গল খেতাবে ভূষিত হলেন রাহুল বেরা এবং মিসেস বেংগল খেতাবে ভূষিত হলেন শ্রেয়া মন্ডল। পজিটিভ গ্রুপের owner দ্বয় শীরেন আহুজা এবং সঞ্চিত শর্মা জানিয়েছেন
"প্রথমবার কলকাতায় গ্র্যান্ডুরা leisure প্রাইভেট লিমিটেডের সহায়তায় পজিটিভ গ্রুপ মিস্টার - মিস - মিসেস বেঙ্গল ২০২১ করল তাতে আমরা আপ্লুত। বাংলা থেকে যে পরিমান সাড়া পেয়েছি তাতে আগামীবার আবার পজিটিভ গ্রুপ এইভাবে কাজ করতে চায়"।
No comments:
Post a Comment