সীমান্তে চাঁদশ্রীকোণায় আবন্টিত জমির বরাদ্দ বাতিলের দাবি করিমগঞ্জের আইনজীবীদের - Songoti

সীমান্তে চাঁদশ্রীকোণায় আবন্টিত জমির বরাদ্দ বাতিলের দাবি করিমগঞ্জের আইনজীবীদের

Share This

পাঞ্চজন্য রায়, করিমগঞ্জ, আসাম : ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় আদালত স্থানান্তরের প্রতিবাদে সরগরম করিমগঞ্জ। গত ২৫ ও ২৭ জানুয়ারী পৃথক ভাবে bar association নাগরিক সভার আয়োজন করে। District advocate bar ও district bar association আহুত ওই নাগরিক সভা ২টিতে আদালত স্থানান্তরের ঘোর বিরোধিতা করে প্রতিজন বক্তা ক্ষোভ ব্যক্ত করেন। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ২ bar association-র তরফে আদালত স্থানান্তরের জন্য আবন্টিত জমির allotment বাতিলের দাবি জানিয়ে জেলাশাসকের কাছে ১টি স্মারক পত্র প্রেরণ করা হয়। চাঁদশ্রীকোণায় যেখানে আদালতগুলো স্থানান্তরের প্রক্রিয়া চলছে সেখানকার যাতায়াত ব্যবস্থা মোটেও ভালো নয়। আদালত স্থানান্তরের ফলে যে সমস্যা দেখা দেবে এ নিয়ে আইনজীবী সহ আমজনতা উষ্মা প্রকাশ করেছেন। উত্তর করিমগঞ্জের ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী চাঁদশ্রীকোণায় জেলার আদালত স্থানান্তরের বিরুদ্ধে আইনজীবীরা ১ম থেকেই সরব রয়েছেন। এবার স্থানান্তরের প্রক্রিয়ার বিরুদ্ধে তাদের সঙ্গে সামিল হয়েছেন নাগরিকরাও।

জেলা সদর থেকে আদালতকে সরিয়ে নেওয়ার জন্য ইতিমধ্যে জমি হস্তান্তর হয়ে গেছে বলে জানা গেছে। জেলার আইনজীবীরা তাদের সংস্থার মাধ্যমে এই পদক্ষেপের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে স্মারক পত্র প্রদান করেছেন। সরকার চাইছে জেলার আদালতকে একই campus-এ নিয়ে যেতে। HC-র তরফে নাকি বলা হয়েছে composite court building নির্মাণের মতো পরিমাণ জমির অভাব রয়েছে শহরে থাকা আদালত প্রাঙ্গণে। এই খবর পেয়ে আইনজীবীরা গভীর উষ্মা প্রকাশ করেন। করিমগঞ্জ bar association-র সভাপতি আতিকুল বারি চৌধুরী বলেন, HC-র চিঠি পাওয়ার পর bar সংস্থার কার্যনির্বাহী কমিটির ১ জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় bar association-র সদস্যরা প্রশ্ন তুলেন, এখানে যদি পর্যাপ্ত জমি নেই তাহলে মাত্র ২ বছর পূর্বে composite court building নির্মাণের জন্য জেলা ও দায়রা জজ কোর্ট campus-র জমি নির্ধারণ G + 6 model-র scatch map বহু অর্থ ব্যয় করে তৈরি করা হয়েছিল কেন? প্রস্তাবিত ২টি building-র নতুন court-কে একই ছাদের তলায় নিয়ে এসে ২টি bar-র আইনজীবীদের বসার ব্যবস্থা করে দেওয়ারও কথা ছিল।

No comments:

Post a Comment