জিওসি প্রাইভেট লিমিটেড কোম্পানি ও পুজা উদ্যোগ আজ প্রকাশ করল একটি নতুন সফ্টওয়্যার যার নাম অ্যান্টি থেফট ট্র্যাকার।এটির মাধ্যমে মহিলা সুরক্ষা ও ফোন চুরি রোধ করা যাবে।বছরে একবার মাত্র নবীকরন করে এই পরিষেবা উপভোগ করতে পারবেন উপভোক্তারা।মাত্র ৪৫০টাকার বিনিময়ে এই পরিষেবা পাবেন তাঁরা।
এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণধার দীপঙ্কর ঘরামি, ডিস্ট্রিবিউটর প্রদীপ বসাক, অভিজিৎ বেলেকার।সঞ্চালনার দায়িত্বে ছিলেন পৃথ্বীরাজ সেন।
No comments:
Post a Comment