আমার বাংলা | প্রদীপ গুপ্ত | সাহিত্যগ্রাফি - Songoti

আমার বাংলা | প্রদীপ গুপ্ত | সাহিত্যগ্রাফি

Share This


আউল বাউলের দেশ আমাদের
ওরে খ্যাপা, রবি বাউলের দেশ।
ফকির লালনের সুরে ভেসে আসে
সাঁই করিমের রেশ।
লাল মাটির পথে ভেসে যায়
বাউলের মেঠো সুর
দরবেশী গানে মন ভরে যায়
সোনারঙা চৈতালি দুপুর।
নানুর কেঁদুলি বোলপুরে এসে
বাঁকুড়া নদীয়া মেশে
সাঁই দরবেশ আউল বাউল
মিশে যায় ভালোবেসে।

No comments:

Post a Comment