থিয়েটার কর্মীদের জন্য, বিপদকালীন তহবিল - Songoti

থিয়েটার কর্মীদের জন্য, বিপদকালীন তহবিল

Share This

নিজস্ব প্রতিবেদন, কলকাতাঃ থিয়েটার কর্মী, যারা শুধু নাটকের জন্য বেঁচে থাকেন। নতুন চরিত্রকে কিভাবে দর্শকের গ্রহনযোগ্য করে তুলবে তাতে নিযুক্ত থাকেন। কিন্তু বর্তমান অতিমারীতে তাঁরা কেমন আছেন? শো তো বন্ধ। কি করছেন তাঁরা ? দু বেলার ভাত তাঁরা মুখে তুলতে পারছেন তো ? পশ্চিমবঙ্গে প্রায় হাজার হাজার লাইট,সাউন্ড, , লাইট অ্যাসিস্ট্যান্ট, সেট-শিল্পীরা, অভিনেতা রয়েছে, যারা নামে মাত্র পারিশ্রমিক পান। যা ভেঙে বললে দাঁড়ায়, ‘নো ওয়ার্ক নো পে!’  তাই থিয়েটার মানুষদের জন্য থিয়েটার মানুষদের দ্বারা এই সাহায্য থিয়েটার কর্মীগন এই উদ্যোগ নিয়েছেন। যারা সাহায্য করতে চান,তারা নিচের দেওয়া নম্বরে পাঠাতে পারেন আপনার মূল্যবান ত্রান।

Google pay : +917980020381
Madhurima Goswami
SBI(pottery road area branch)
A/C 20023938429
IFSC SBIN0008439

No comments:

Post a Comment