মহামারী মোকাবিলায় প্রবীণ নাগরিকদের পদে প্রণাম - Songoti

মহামারী মোকাবিলায় প্রবীণ নাগরিকদের পদে প্রণাম

Share This

বার্তা প্রতিবেদন, কলকাতামহামারী মোকাবিলায় লকডাউন এর সিদ্ধান্ত কার্যকরী হওয়ার পরে শহরের বরিষ্ঠ নাগরিকদের জন্য সর্বতোরকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেপ্রণাম কলকাতা পুলিশ এবং শহরের বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠনদ্য বেঙ্গলএর যৌথ প্রচেষ্টায়প্রণামএর পথচলা শুরু কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটির অঙ্গ হিসাবে শ্রী সিমেন্টপ্রণামপ্রকল্পের সহযোগীতায় অংশীদার হয়েছে 
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বিশ্বব্যাপী ভয়াবহ আকার ধারণ করেছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাপন স্বাভাবিকভাবেই বিঘ্নিত হচ্ছে সর্বোপরি বয়স্ক নাগরিকরা বিবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন বিশেষত যে সমস্ত ষাটোর্ধ্ব নাগরিকরা একাকী জীবন যাপন করেন, যাদের সন্তানরা বাইরে থাকেন লকডাউনের কারণে তাঁরা খুবই বিপন্ন বোধ করছেন দৈনন্দিন বাজার থেকে চিকিৎসাকেন্দ্রে যাওয়া সবকিছুই অনিশ্চিত হয়ে পড়েছে
কলকাতা পুলিশের তরফ থেকে বয়স্ক নাগরিকদের যাবতীয় অসুবিধা সংক্রান্ত তথ্যসংগ্রহের জন্য একটি হেল্পলাইন নম্বর (৯৮৩০০৮৮৮৮৪) চালু করা হয়েছে এই মুহুর্তে ২৪ ঘন্টা প্রণাম অফিসের হেল্পলাইন নম্বর ০৩৩-২৪১৯ ০৭৪০ চালু রাখা হয়েছে এই প্রকল্পের আহ্বায়কগণ, এষা দত্ত, অরিন্দম শীল, জাভেদ ইউসুফ সক্রিয় ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টায় রত
দ্য বেঙ্গলএর প্রেসিডেন্ট যোগেন চৌধুরী থেকে শুরু করে ওয়ার্কিং প্রেসিডেন্ট গৌতম ঘোষ সহ বেঙ্গলের অন্যান্য বিশিষ্ট সদস্যবৃন্দ ঊষা উত্থুপ, চুণী গোস্বামী, ডোনা গাঙ্গুলী, বিক্রম ঘোষ সকলেইপ্রণামএর উদ্যোগে অংশ নিয়েছেন
প্রণামের নথিভুক্ত সদস্য সংখ্যা প্রায় ১৬০০০ তবে এই মূহুর্তে সদস্য ছাড়াও কলকাতার সকল বয়স্ক নাগরিকদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কলকাতা পুলিশ পুলিশ কমিশনার অনুজ শর্মা আশ্বাস দিয়েছেন, “যে সমস্ত কলকাতাবাসীরা অন্য রাজ্যে বা দেশের বাইরে আছেন তাঁদের পরিবারের বয়স্ক সদস্য  কোন আত্মীয় যদি কলকাতায় থাকেন তাঁর দেখভালের জন্য আমাদের নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন আমরা সম্মিলিতভাবে এই যুদ্ধের মোকাবিলা করতে প্রস্তুত
এই মূহুর্তে প্রত্যেকে খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি বিশেষত বয়স্ক নাগরিকরা আরও বেশী বিপন্ন কারণ তাঁদের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশী তাই স্বাভাবিক জীবনযাত্রা অক্ষুন্ন রাখার জন্য আমাদের সাহায্য অনেক বেশী প্রয়োজন কলকাতা পুলিশও পরিস্থিতি মোকাবিলায় যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ করে চলেছেদ্য বেঙ্গল কলকাতা পুলিশের এই সাধু উদ্যোগকে নিরলসভাবে সমর্থন করতে এগিয়ে এসেছে, জানানদ্য বেঙ্গলএর চেয়ারম্যান হরি মোহন বাঙ্গুর



দ্য বেঙ্গলেরপক্ষ থেকে সন্দীপ ভূতোড়িয়া বলেন, “প্রতিমাসে গড়ে প্রায় ৮০০ জন প্রবীণ নাগরিক প্রণামের সদস্যপদের জন্য আবেদন করে থাকেন বর্তমানে কলকাতায় বসবাসকারী ৬৫ বৎসর উত্তীর্ণ হওয়া প্রবীণ ব্যাক্তিরা প্রণামের সদস্য হতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে প্রবীন মানুষদের সহায়তার ক্ষেত্রে প্রণামের সাফল্য নজীরবিহীন ইতিমধ্যেই চাহিদা বৃদ্ধি পাওয়ায় এই প্রকল্প আরও বেশী সংখ্যক মানুষের কাছে পৌঁছতে উদ্যোগী কমিউনিটি সার্ভিস মডেল হিসাবেপ্রণামঅনন্য নজীর সৃষ্টি করেছে এই আপৎকালীন পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, বিশেষত ঔষধের প্রয়োজনে প্রায়শই ফোন কল আসছে পরিস্থিতি সামাল দিতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি
জরুরী পরিষেবা যেমন বয়স্ক ব্যাক্তিদের বাড়ি গিয়ে পরিদর্শন করা, স্বাস্থ্যপরীক্ষা শিবির সুরক্ষা সুনিশ্চিত করতে কলকাতা পুলিশ আরও একটি সমান্তরাল শাখা বিভাগকমিউনিটি পুলিশ উয়িংগঠন করেছে এই উদ্যোগটি সফল করতে প্রতিটি থানার অ্যাডিশানাল অফিসার ইনচার্জ এর নেতৃত্বে ১৩ জন পুলিশ অফিসারের একটি দল সি.পি.ডব্লিউ এর কর্মোদ্যোগ বাস্তবায়িত করতে সদা তৎপর

No comments:

Post a Comment