ভারতীয় সেনা সেবায় রক্ষক ফাউন্ডেশন - Songoti

ভারতীয় সেনা সেবায় রক্ষক ফাউন্ডেশন

Share This

বার্তা প্রতিবেদন, কলকাতাঃ ১৪ ই ফেব্রুয়ারী ভারতবর্ষের ইতিহাসে এক কালো দিবস হিসেবে দরা বিগত বছর থেকেই, কারন.... সেটা বলা'র কোনো প্রয়োজনীয়তা নেই। দেশের বর্ডারে দাঁড়িয়ে থাকা ভারতীয় সেনাদের কঠিন 


লড়াই যারা করে এবং যাদের জন্য সমগ্র ভারতবাসী সেদিন নিশ্চিন্তে ঘুমিয়ে ছিল, আজও ঘুমিয়ে থাকতে পারে আজ তাদের পাশে রক্ষক ফাউন্ডেশন। ১৪ই ফ্রব্রুয়ারী'র প্রাক্কালে রক্ষক ফাউন্ডেশনের এই উদ্যোগ।


মশারী - কম্বল দিয়ে ভারতীয় সেনা দের পাশে দাঁড়িয়ে আরও এক ধাপ এগিয়ে রক্ষক ফাউন্ডেশন। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া আরামগাহ মিলিটারী ক্যাম্পের সেনা, রক্ষক ফাউন্ডেশনের কর্নধার চৈতালী দাস সহ অনেকেই।

No comments:

Post a Comment