৫ম জাতীয় থিয়েটার ফেস্টিভ্যাল ১৬ ফেব্রুয়ারি থেকে - Songoti

৫ম জাতীয় থিয়েটার ফেস্টিভ্যাল ১৬ ফেব্রুয়ারি থেকে

Share This
নিজস্ব প্রতিবেদন, কলকাতা: মিনার্ভা নাট্য সংস্কৃতি চর্চাকেন্দ্রের আয়োজনে এবং পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় শহরে অনুষ্ঠিত হতে চলেছে ৫ম জাতীয় থিয়েটার ফেস্টিভ্যাল। মোট সমগ্র রাজ্য থেকে ১৬৯ টি নাটক ও  ৮৮ টি নাটক বহিঃ বাংলার নথিভুক্ত করা হয়েছে  এই উৎসবে। ১৫ জন সিলেকশন কমিটি'র নির্ধারন অনুযায়ী ২৫ টি প্রযোজিত নাটক প্রদর্শিত করা হলেও ২ টি নাটক অতিথি হিসেবে প্রদর্শিত হবে। এই বছর থিয়েটারকে আরও মনোগ্রাহী করে তুলতে "মিট দ্য ডিরেক্টর" শীর্ষক একটি বাদানুবাদের অনুষ্ঠানও আয়োজন করতে চলেছেন কর্তৃপক্ষ, যেখানে ঝাড়খণ্ড যুব রঙ্গ মঞ্চ থেকে অজয় মালকানি, পশ্চিমবঙ্গ থেকে  গৌতম হালদার ও দেবেশ চট্টোপাধ্যায় এবং মুম্বই থেকে মকরন্দ দেশপান্ডে বক্তব্য রাখবেন। জাতীয় নাট্যোৎসব চলবে ১৬ই ফেব্রুয়ারি থেকে ২৩শে ফেব্রুয়ারি পর্যন্ত। শহরে  রবীন্দ্রসদন, মিনার্ভা থিয়েটার এবং মধুসূদন মঞ্চে প্রদর্শিত হবে সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে এবং "মিট দ্য ডিরেক্টর" শীর্ষক বাদানুবাদটি অনুষ্ঠিত হবে ২২ শে এবং ২৩শে ফেব্রুয়ারি মিনার্ভা থিয়েটারে সকাল ১১ টা থেকে দুপুর ১টা। নাট্যপ্রেমী মানুষদের নাটককে কাছ থেকে দেখার সুযোগ করে দিতেই প্রবেশ অবাধ, এমনটাই জানিয়েছেন কর্তৃপক্ষ।

No comments:

Post a Comment