গুটিয়ে নেয় || মৈত্রেয়ী ঘোষ || সাহিত্যগ্রাফি - Songoti

গুটিয়ে নেয় || মৈত্রেয়ী ঘোষ || সাহিত্যগ্রাফি

Share This

আজকাল বড্ড ভয় হয়
গোধুলীর কনেদেখা আলো
নাছোড়বান্দা স্মৃতিকে মনে করিয়ে দেয়।
কতো ভালো ছিল সেই দিন
যখন এক্কা দোক্কা ক'রে এগিয়ে যাচ্ছিলাম
ছাদনাতলার দিকে,
তারপর কখনো হাসি, কখনো কান্নায়
মোড়া জীবন্ত পাণ্ডুলিপি,
কিন্তু, চোখের সামনে ভরা এজলাস
এইভাবে জনশূন্য হয়ে যাবে--
তা স্বপ্নে ও ভাবিনি।
ভাগ্যের বিড়াম্বনায় একাই চলেছি
অন্তর্জলী যাত্রায়,
জানো তো--
উপরওয়ালা খুব হিংসুটে
দুদিন কাউকে হাসতে দেখলেই
সঙ্গে সঙ্গে গুটিয়ে নেয় স্বপ্নের সামিয়ানা।

No comments:

Post a Comment