পৌষের সকাল || মিলি বিশ্বাস || সাহিত্যগ্রাফি - Songoti

পৌষের সকাল || মিলি বিশ্বাস || সাহিত্যগ্রাফি

Share This


পৌষ মানে শীতের সকাল,
ঘাসের উপর কুয়াশা ।
পৌষ মানে বড় দিন-
পিঠে  পায়েস  সারাদিন '
পৌষ মানে মকরসংক্রান্তি ..
গঙ্গা  সাগরে লোকের ক্লান্তি।
পৌষ মানে লেপ কম্বল ..
মূলো চালতা দিয়ে অম্বল ।
পৌষ মানে নলেণ  গুড় ....
আর জয়নগরের মোয়া।
পৌষ মানে  শীতের  সকালে..
চায়ের  কাপে চুমুক  দেওয়া ।।

No comments:

Post a Comment