সঙ্গীত প্রতিযোগিতা || নিশা ঘোষ দস্তিদার || সাহিত্যগ্রাফি - Songoti

সঙ্গীত প্রতিযোগিতা || নিশা ঘোষ দস্তিদার || সাহিত্যগ্রাফি

Share This

অমাবস্যার কালো রাতে,
জমল সভা জঙ্গলেতে।
চলছে সুরের খেলা,
পতঙ্গের ই মেলা।
মশার সাথে ঝিঁঝিঁ রাণীর
প্রতিযোগিতা।
বিচারকের আসন জুড়ে
জোনাকি মাতা।
গানের শেষে বলল জোনাক,
হারলে মশা আজ,
ঝিঁঝিঁর মাথায় পরিয়ে দেব
বিজয়িনীর তাজ।
রেগে গিয়ে বলল মশা
কেমন করে হয়?
আমার দুখান পাখা যে
শুধু সঙ্গীত ময়।
মানছি আমি তোমার কথা
শোন ওহে মশা
সুর সাধনার পাখা দুখান
সর্বনাশায় ঠাসা।
সকল রোগের জীবাণু
ভরে নিয়ে হুলে,
রোগ ছড়িয়ে বেড়াও তুমি
মনুষ্যের ই কুলে

No comments:

Post a Comment