১৫ হাজারের অধিক প্রতিযোগীদের নিয়ে টাটা স্টিল ২৫ কিলোমিটার দৌড় - Songoti

১৫ হাজারের অধিক প্রতিযোগীদের নিয়ে টাটা স্টিল ২৫ কিলোমিটার দৌড়

Share This


পায়েল পাল, কলকাতাঃ এ বারের ম্যারাথনে প্রায় সাড়ে ১৫ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগীদের মধ্যে অনেকেই এসেছেন অন্য রাজ্য থেকে শুরু এই ম্যারাথনে অংশ নেওয়ার জন্য। আয়োজকদের মতে ২০১৮ টিএসকে ২৫কে-এর তুলনায় প্রায় এক 


হাজারের বেশি মানুষ এবার এই ম্যারাথনে অংশ নিয়েছেন। তিলোত্তমাবাসী’কে শীত ঘুম ভাঙিয়ে টিএসকে ২৫কে-ইভেন্টে অংশ নিতে রবিবার সকালে রেড রোডে দেখা মিলল বহু এমন মানুষের যাঁরা পেশাদার দৌড়বিদ নন, কিন্তু তাঁদের দৌড়নোর ইচ্ছা এবং উত্তেজনা-দু’টোই দেখার মতো। আট থেকে আশি প্রত্যেকেই এ দিন পা মেলালেন, প্রতিযোগীতার মঞ্চে উৎসবের আবহে। শুধু শারীরিক ভাবে সুস্থ মানুষরাই নন, দেখা মিলল বহু প্রতিবন্ধী 

প্রতিযোগীদেরও। পেশাদারী দৌড়ানো'র ভিত্তিতে যারা এলিট রানার তাদের দেশীয় - আন্তর্জাতিক পর্যায়ের টক্করও ছিল দেখার মতো। আন্তর্জান্তিক পর্যায়ে পুরুষ গ্রুপে বিজেতা হলেন লিওনার্দ, যার রেকর্ড ছিল ১ ঘন্টা ১৩ মিনিট ৫ সেকেন্ড। আগের 
দৌড় জিতে গুটনি'র ভারতের মাটিকে চুম্বন
অ্যাথলেটিকস'এর থেকে ৪০ সেকেন্ড কম এবং আন্তর্জান্তিক পর্যায়ে নারী গ্রুপে বিজেতা হলেন গুটনি, যার রেকর্ড ছিল ১ ঘন্টা ২২ মিনিট ৯ সেকেন্ড। আগের অ্যাথলেটিকস'এর থেকে ২৬ মিনিট ১ সেকেন্ড কম। দেশীয় পর্যায়ে পুরুষ গ্রুপে বিজেতা হলেন শ্রীনু,  যার রেকর্ড ছিল ১ ঘন্টা ১৮ মিনিট ৩১ সেকেন্ড। দেশীয় পর্যায়ে  নারী গ্রুপে বিজেতা হলেন কিরনজিৎ, যার রেকর্ড ছিল ১ ঘন্টা ৩৮ মিনিট ৫৬ সেকেন্ড।

No comments:

Post a Comment