তিনটি গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘তুমি ও তুমি’ - Songoti

তিনটি গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘তুমি ও তুমি’

Share This

পায়েল পাল, কলকাতাঃ অনুরাগ দে নিবেদিত তিনটি গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘তুমি ও তুমি’। সিনেমার গল্পের প্রথম স্তর, একটি কন্যার জন্ম থেকে কৈশোর পর্যন্ত, মেয়েদের বিবাহিত জীবন নিয়ে ছবির পরবর্তী স্তর এবং শেষে বার্ধক্য। প্রথমে বাবা-মায়ের স্নেহ-শাসনে, তারপরে স্বামীর, আর শেষে ছেলে-বউমার অধীনে। প্রথমে ‘গুঞ্জনের গল্প’, তারপর ‘সিঁদুরের গল্প’, সব শেষে ‘আশালতা-মণিময়ের গল্প’ নিয়ে তৈরী হয়েছে ‘তুমি ও তুমি’| প্রৌঢ় আশালতার চরিত্রে দেখা যাবে লিলি চক্রবর্তীকে ও ‘মণিময়’ –এর চরিত্রে 


সৌমিত্র চট্টোপাধ্যায়কে| আশালতার বউমা ‘সুজাতা’ চরিত্রে অভিনয় করছেন মৌসুমী দাস| তিনটি গল্পে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বিশ্বজিৎ চক্রবর্তী, অনুরাধা রায়, রজত গঙ্গোপাধ্যায়, পুলকিতা ঘোষ,অর্পিতা দত্তচৌধুরী, টুইঙ্কেল, অন্বেষা, সোমনাথ, রূপকথা দাশগুপ্ত ছাড়াও আরও অনেক কলা কুশলী। প্রচারে- রিদম এন্টারটেইনমেন্ট। সারা পৃথিবীতে আজকের দিনে নারীদের অবলা বা দুর্বল ভাবা ঠিক নয়। শিক্ষা সাহিত্য কর্পোরেট খেলা ধুলার দুনিয়া সর্বক্ষেত্রে নারীগণ এগিয়ে চলেছে। অথচ আজকের বর্তমান সমাজে এখনো নারীদের দুর্বল ভাবা হয়। হয়তো শারীরিক ভাবে পুরুষদের থেকে একটু দুর্বল হলেও অন্যান্য ক্ষেত্রে যথেষ্টই শক্তিশালী। অনেকেই মনে করেন নারীদের নিজেদের কোনও পরিচয় হয়না, তাঁদের নিজেদের কোনও বাড়ি হয়না। আর এই ধরনের ঘটনা প্রবাহে অনেকেই হীনমন্যতায় ভোগেন। তবে, এরকমই তিনটি ঘটনা নিয়ে হাজির হয়েছেন কাহিনীকার, প্রযোজক ও পরিচালক অরুনিমা দে তার নতুন ছবি ‘তুমি ও তুমি’ নিয়ে। আজ কলকাতা প্রেস ক্লাবে মুক্তি পেল ‘তুমি ও তুমি’-র ট্রেলার ও গানের সিডি। 

No comments:

Post a Comment