এই চারটি সাবধানতা অবলম্বন করা উচিত সবার, বলছে চাণক্য নীতি - Songoti

এই চারটি সাবধানতা অবলম্বন করা উচিত সবার, বলছে চাণক্য নীতি

Share This
চাণক্য নীতির দশম অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে চার ধরনের সাবধানতা অবলম্বনের কথা বলা হয়েছে। এই সাবধানতাগুলি প্রত্যেক মানুষের শারীরিক এবং মানসিক অভ্যাসের সঙ্গে যুক্ত। চাণক্য বলেছিলেন, সব বিষয়ে যে মানুষ সাবধানতা অবলম্বন করেন, তিনি যে কোনও দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে পারেন। আবার বুদ্ধিমান মানুষ সাবধানতা অবলম্বন করলে উন্নতিও করতে পারবেন।
যে চারটি উপায়ের কথা বলা হয়েছে, তার মধ্যে অন্যতম হলো, একটি কাপড় দিয়ে ছেঁকে জল পান করা। এই পদ্ধতি অবলম্বন করলে শারীরিক ভাবে সুস্থ থাকা যায়। এছাড়াও আরও তিনটি উপায়ের কথা বলা হয়েছে— 
• চাণক্য নীতি অনুযায়ী, কোথাও পা রাখার সময়ে সর্বদা ভাল করে দেখে নেওয়া উচিত। এর ফলে চোট লাগা বা দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়। 
• এ ছাড়াও চাণক্য নীতিতে বলা হয়েছে, যে ব্যক্তি ভেবেচিন্তে কথা বলেন, তাঁকে পরে কখনও অনুশোচনা করতে হয় না। বরং এই ধরনের মানুষ জীবনে উন্নতি করেন।
• আর সর্বশেষ উপায়ে বলা হয়েছে, ভাল ভাবে ভেবেচিন্তে তবেই কোনও কাজ করা। অর্থাৎ যিনি ফল কী হতে পারে তা ভেবে নিয়ে কোনও কাজ করেন, তাঁর উন্নতি নিশ্চিত। 

No comments:

Post a Comment