আয় একদিন পথ ভুলে || আরণ‍্যক বসু || সাহিত্যগ্রাফি - Songoti

আয় একদিন পথ ভুলে || আরণ‍্যক বসু || সাহিত্যগ্রাফি

Share This

( "শালতলে বেলা ডুবিলো, ও দিদিলো, শালতলে বেলা ডুবিলো- --")
####
বেলা ক্রমশ ছোটো হয়ে যাচ্ছে শ‍্যামলিমা,
ধীরে ধীরে ম্লান কাশ দিগন্তে হারিয়ে যাচ্ছে , মিলিয়ে যাচ্ছে মন কেমন করা প্রথম প্রেমের মতো  অবাক শিউলির গন্ধ- - -
####
তোর বুকের মধ‍্যে জেগে উঠছে ,
 ঋতু হেমন্তের আধেক  ঘুমলাগা ঘুম ঘুম ভোর !
####
আয় , একদিন বেখেয়ালে   উঠে পড়ি
পাহাড় জঙ্গল,জঙ্গল পাহাড়,ঝিল, নদী, আর  নদী,জলরেখার পাগল ডাকাডাকিতে
পথ হারানো রেলের কামরায়----
####
তোর   লুচি,আলুভাজা, এলাচ গন্ধ নারকেল নাড়ুতে লুটোবে সকালের আলো,
আর,পথভোলা শালের পাতার উপশিরায় ,আহা,বনজ গন্ধ!ঠিক যেন তোর বুকের কুঁড়িতে নামা কবিতার প্রথম অক্ষর !
####
আরাবাড়ি থেকে বড়ন্তী,ঝাড়গ্রাম থেকে পিয়ারডোবা,বেলপাহাড়ি থেকে ফুলকুশমা --যাবি ?
####
আকাশ যেখানে আকাশলীনা  দিগন্তে নামে,
ভালোবাসা যেখানে শান্ত গভীর বনরেখায় লুটোপুটি ,
প্রতীক্ষা যেখানে শতকুঁড়ির জন্ম দেয়, যাবি ?
####
সকাল,  দুপুর, তারপর, শিরশির বিকেল পেরোনো
সেই হেমন্তের খুউব নরম  সন্ধ্যায়, মহাকাশের প্রথম লাজুক তারাকে আকাশপ্রদীপ করে দেবো -- যাবি ?
####
শালবনে বেলা ছোটো হয়ে আসছে শ‍্যামলিমা,
এবার ঋতু হেমন্ত ট্রেনের জানালায় ডাকবে--
পাগলা , কী দেখছিস? উঠে পড় , আয় আয় ,
হারিয়ে যাবি !!

No comments:

Post a Comment