কেন্দ্রীয় মন্ত্রী পুরুশোত্তম রুপেলা চেম্বার অব কমার্সে আলোচনা ক্ষেত্রে - Songoti

কেন্দ্রীয় মন্ত্রী পুরুশোত্তম রুপেলা চেম্বার অব কমার্সে আলোচনা ক্ষেত্রে

Share This
বিশ্বজিৎ দাস, কলকাতাঃ চেম্বার অব কমার্স হল কলকাতার প্রাচীন চেম্বার। সম্প্রতি .১৮৮ তম বর্ষে ক্যালকাটা চেম্বার অব কমার্স ভারতে, এশিয়াতে আছে। যা এই দুই দেশ শিল্প ও বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করে। কৃষিকাজ সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের অর্থনীতিতে রিপোর্ট পেশ করে। ভারত জানে যে গ্রামের চাষযোগ্য জমিতে ৬৭ শতাংশ। যা কৃষিক্ষেত্রে ভারত হল একটি প্রভাবশালী খাত। ভারতের 


৭০ শতাংশ মানুষ কৃষিক্ষেত্রের সাথে যুক্ত। ভারতের অর্থনীতিতে কৃষিকাজ একটি মেরুদণ্ডের মতো কাজ করে। ভারতবর্ষের প্রত্যন্ত গ্রামগুলিতে মানুষজন চাষবাস করেই জীবিকা নির্বাহ করে থাকে।ভারতবর্ষ তাৎপর্যের গুরুত্ব বুঝে ১৯৯০ - ৯২ সালে ২৪ শতাংশ চাষ করতে লাগে। আর ১৫ শতাংশ চাষ  লেগেছিল ২০১৪ - ১৬ সালে। কিছুদিন আগে ধান চাষ করে চাল আমদানি করে। আগের তুলনায় যার সাফল্য এখনো চলছে। যেসব রাজ্যে চাষ করা হয় সেই রাজ্যগুলো হল মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, কর্ণাটক, হরিয়ানা। এদিন উপস্থিত ছিলেন রাজ্য কৃষি দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী পুরুশোত্তম রুপেলা।। 

No comments:

Post a Comment