কাঠগড়ায় || রীতা ঘোষ || সাহিত্যগ্রাফি - Songoti

কাঠগড়ায় || রীতা ঘোষ || সাহিত্যগ্রাফি

Share This

ছোটবেলায় বাবা বলেছিলেন , 
' আমার কথা না শুনলে , বড়ো হয়ে পস্তাতে হবে ...'

বিয়ের পর স্বামী বললেন , 
' আমার কথা যদি না মানো , 
জীবন ভোর কাঁদবে জেনো ... '

ছেড়ে যাবার আগে প্রেমিক বলেছিল , 
' আমার কথা শোনো না তো , 
এখন যা খুশি করো ... '

অথচ বিশ্বাস করুন , আমি কোনদিন নিজের মতে চলিই নি ...

তবে আমি কার কথা শুনি !

No comments:

Post a Comment