এমনি কি আর দিন যাবে ?
স্বপ্নে মোহে ভেলায় চেপে ?
এমনি করে হাওয়ায় হাওয়ায়
জীবন ভাসানো দায় শূন্যতায়
জল অপচয় সবুজ- নাশন
মহাসঙ্কটের মুখ্য কারণ ।
ভবিষ্যতের লাল সংকেত
চক্ষু এড়ানো নয় অনভিপ্রেত
রাস্তার জল ঘরে ঢুকলে সবাই তখন বেরিয়ে আসে ,
বিপদ যখন ঘরের ভিতর, মারমুখী সর্বনেশে !
তখন রাস্তা কোথায় ?চোখের বাইরে
জীবন নদীর মাঝ গভীরে !
থই হারানো ,খেই হারানো
অর্থ সম্পদের তখন দাম নেই কোনো ।
এখনও ভাবি সময় আছে
বাঁচার মন্ত্র ঐক্য মাঝে ,
প্রকৃতি বাঁচলে বাঁচতে পারি
নতুবা ধ্বংস নেশায় ভাসুক তরী।।
No comments:
Post a Comment