টেকনো ইন্ডিয়া গ্রুপ স্কুল কুইজ প্রতিযোগিতায় কলকাতার ৪১টি স্কুল - Songoti

টেকনো ইন্ডিয়া গ্রুপ স্কুল কুইজ প্রতিযোগিতায় কলকাতার ৪১টি স্কুল

Share This

বিশ্বজিৎ দাস, কলকাতাঃ কলামন্দিরে আয়োজিত কলকাতার সেরা ৪১টি স্কুল কুইজ প্রতিযোগিতায় অংশ নিল। যেসব স্কুল আজকের প্রতিযোগিতায় অংশ নিয়েছিল তারা ইতিমধ্যেই কাল নিজেদের স্কুলেই কুইজ অনুশীলন করে নিয়েছিলেন। অংশ নিয়েছিলেন প্রথমেই গড়িয়া পাবলিক স্কুল। এবং
কুইজ হল জ্ঞানভান্ডার সমৃদ্ধ করার একটি প্রয়াস। এবং সৃজনশীল ব্যক্তিকে বুদ্ধিদীপ্ত করে তোলার উপায়। যে যে বিষয়গুলির ওপর কুইজ করা হয়েছিল সেগুলি হল দর্শনবিদ্যার প্রতিমূর্তি, তদন্ত ও

              

প্রতিক্রিয়ার ওপর।  আইজিস নামক একটি সংগঠনের অধীনে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের পন্ডিত তন্ময় বোস। ছিলেন অকেশনের মূল বক্তা মিসেস মানসী রায়চৌধুরী, টেকনো ইন্ডিয়া গ্রুপের কো- চেয়ারম্যান মিস্টার মেঘদূত রায়চৌধুরী প্রমুখেরা। শহরের যে সেরা ৪১টি স্কুল কুইজে অংশ নিয়েছিল তাদের মধ্যে স্কুলগুলি হল ডন বসকো, মডার্ন হাই স্কুল, বিড়লা হাই স্কুল, শ্রী শিক্ষায়তন, সাউথ পয়েন্ট, সাউথ সিটি ইন্টারন্যাশনাল এরকম বেশ কয়েকটি ইংরেজি মাধ্যম স্কুল অংশ নিয়েছিল। যা আজ কুইজের চূড়ান্ত পর্ব হয়েছিল সকাল দশটায় কলামন্দিরে।  কুইজের সমগ্রটা জুড়ে ছিলেন কুইজ শিক্ষক বারি ও' ব্রিয়েন। এবং এই অনুষ্ঠানের বক্তা পন্ডিত তন্ময় বোস বলেন অনুষ্ঠানে এসে আমি ভালো সবার কাছ থেকে প্রতিক্রিয়া পেয়েছি ও উচ্চসিতও হয়েছি। অনুষ্ঠানের আরেক মূল বক্তা মিসেস মানসী রায়চৌধুরী বলেন টেকনো ইন্ডিয়া গ্রুপ খুব সুন্দর ভাবে কুইজের প্ল্যাটফর্মটি গড়েছেন ও তার প্রযুক্তিগত চ্যালেঞ্জ ও তাঁর ভবিতব্যের সামনে। তাই টেকনো ইন্ডিয়া গ্রুপ ১২  বছর ধরে এই সুন্দর আয়োজন করে চলেছে ।।

No comments:

Post a Comment