শব্দ দূষণের জেরে প্রবীণদের 'বধিরতা' হওয়ার প্রবল সম্ভাবনা - Songoti

শব্দ দূষণের জেরে প্রবীণদের 'বধিরতা' হওয়ার প্রবল সম্ভাবনা

Share This

বিশ্বজিৎ দাস, কলকাতাঃ জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ সত্ত্বেও সেই নির্দেশকে উপেক্ষা করেই অবাধে বাজি পোড়ানোর একগুচ্ছ রিপোর্ট পরিবেশ আদালতের কাছে জমা পরে। এবং গত বছর সুপ্রিম কোর্ট বাজি পোড়ানোর সময় সূচী বেঁধে দিয়েছিল রাত আটটা থেকে দশটা। সম্প্রতি স্বাস্থ্য রিপোর্টে উঠে এসছে যে বাজি পোড়ানোয় কানের অসুখে মানুষ বেশি ভুগছে। এবং যেটি দীপাবলী উৎসবে বাজি পোড়ানোর কারণে এই ব্যাধি ঘটছে। দীপাবলীতে শব্দদূষণের জেরে কান ঝালাপালা হয়ে ওঠার উপক্রম হয়েছিল। এবং  বাজি পোড়ানোর এতটাই বেশি ধোঁয়া যে কলকাতার আকাশে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের চত্বরে  প্রচুর পরিমাণে এই ধোঁয়া মিশে যায়। এবং এই ধোঁয়ায় বাতাসের মান খারাপ হয়ে পরে। যা প্রতিবছর দীপাবলীতে আকছার এরকম ঘটনা ঘটে থাকে।  যা এক ২৮ তম বার্ষিক সম্মেলন হবে চলতি মাসের ১৫ থেকে ১৭ তারিখে রাজারহাট নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে হবে কর্ণবিশেষজ্ঞ ও ইস্কনের সদস্যদের নিয়ে। থাকবেন কানের বিশেষ একটি চিকিৎসকদের দল। এবং কানের অসুখ কিকরে চিকিৎসা ও প্রতিরোধ করবেন সেটাও বলে দেবেন।  প্রাক্কালে মর্যাদাপূর্ণ জাতীয় সম্মেলন ও প্রাক সম্মেলনে কলকাতার প্রেস ক্লাবে উপস্থিত থাকবেন ডক্টর.দ্বৈপায়ন মুখার্জী, প্রতিষ্ঠাতা সেক্রেটারি, ডক্টর দুলাল বসু, সঙ্গে থাকবেন ডক্টর দেবাশীষ গুহ, ডক্টর তরুণ পালিত, ইএনটি সার্জেন সবাই।

বিজ্ঞানসম্মত ভাবে কানের রোগ নিরাময় ও প্রতিরোধ করার জন্য উপায় বলবেন ডাক্তারদের একটি দল। এবং সেই সঙ্গে সেদিন হাজির থাকবেন বিভিন্ন রাজ্যের থেকে ৮০০ জন অতিথি। ও ডক্টর দুলাল বসুর সাথে থাকবেন কানকে কি করে সুরক্ষিত রাখা যায় তার জন্য আগ্রহী বেশ কয়েকজন মানুষ। এবং চেতলার ববিদা তথা কলকাতার মহানাগরিক জনাব ফিরহাদ হাকিম থাকবেন ১৫ তারিখ দুপুর ২:৩০ মিনিটে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রধান অতিথি হিসেবে থাকবেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শ্রীমতি শশী পাঁজা। ও পশ্চিমবঙ্গের অন্যান্য শ্রদ্ধেয় মন্ত্রীরা থাকবেন।

No comments:

Post a Comment