নিজস্ব প্রতিবেদন, কলকাতাঃ ২৯ শে সেপ্টেম্বর, চিনের প্রতিষ্ঠা দিবস। ২০১৯, এ চিন ৭০ এ পদার্পণ করল। সম্প্রতি শহরের একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হল চিনের বর্ষপূর্তি। মাননীয় কন্স্যুলেট জানিয়েছেন, কনসাল জেনারেলের আনুষ্ঠানিক প্রধান বক্তা ঝা লিয়ুই বললেন যে "আমার আশীর্বাদ ও ভগ্নহৃদয় ভালোবাসা তোমাদের সকল পরিবারবর্গকে জানাই। এবং আমরা আর কিছুদিন পরেই পূর্ব ভারতের সবথেকে বড়ো প্রাচীন, ঐতিহ্যবাহী দূর্গাপূজা পালন করতে চলেছি। এবং দূর্গাপূজাই হল সবচেয়ে শুভ ও আনন্দদায়ক পুজো সবার জন্য। চীনের কনসাল জেনারেলের আনুষ্ঠানিক বক্তা ঝা লিয়ুই বলেছেন যে আমার প্রথম সারির প্রথম পছন্দ হল ভারতের দূর্গাপূজা। ঝা লিয়ুই ৭০ তম পূর্তি উপলক্ষে চীনের প্রজাতন্ত্র এবং জাতীয় স্বাধীনতা দিবস উদযাপন করবেন। এবং ঝা লিয়ুই একজন রাজনৈতিক নেতা হয়ে চীনের কমিউনিস্ট পার্টি তৈরী করেছিলেন জনগণের জন্য অক্লান্ত পরিশ্রম করে। এবং প্রতিষ্ঠাতা হিসেবে তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন অসম যুদ্ধক্ষেত্র ও শক্ত ভিতের ওপর সমাজবাদী পার্টি আধুনিকতার পথ অনুসরণ করতে। বর্তমান সময়ে চীন-আমেরিকা বাণিজ্য সংঘাত এবং হংকংয়ের যুদ্ধ মনোনিবেশ করতে এক পৃথিবী দেখা যাচ্ছে। কিন্তু সমতা, সৎ, এবং নিয়মানুবর্তিতা আমাদের অব্যশই তৈরী করতে হবে আমাদের সুরক্ষার জন্যে। ইন্দো-চীন সম্পর্ক যে অনেকটাই ভালো, মজবুত এবং শক্তিশালী এই সম্পর্কে চারটে মিটিং করেছেন চীনের প্রেসিডেন্ট শি-জিনপিং ২০১৮ সালে। এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী খোদ নরেন্দ্র দামোদরদাস মোদীর সাথে বছরে দুবার সাক্ষাৎ করেছিলেন শি-জিনপিং। এরই মধ্যে আগস্টে শি-জিনপিং ও মোদী বৈঠক সেরে নিয়েছেন বেজিংয়ে। এবং ১০ই সেপ্টেম্বর ইন্দো-চীনের অর্থনীতি নিয়ে বক্তৃতা এবং অর্থনীতির সহযোগিতা ফোরাম চালু করেছেন নয়া দিল্লিতে। এবং তিনি বলেক্যেন যে আমরা আগামী বছর ৭০ তম পূর্তি উপলক্ষে চীনে কূটনৈতিক সম্পর্ক পালন করতে চলেছি।" বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাইনিজ কন্স্যুলেট ঝা লিয়্যু, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সেক্রেটারী আলাপন বন্দ্যোপাধ্যায়, বিশ্বভারতী'র উপাচার্য সহ বহু অতিথি।।
Author Details
Songoti is a 1 of the Bengali & English INDEPENDENT NEWS platform in India. We are Specialist for Cultural, Entertainment, Lifestyle, Health & Travel News..
You can Subscribe us at Youtube, Like - Comment us at Facebook & also Follow us at Instagram
No comments:
Post a Comment