সন্তাপ || সুভাষ কর || সাহিত্যগ্রাফি - Songoti

সন্তাপ || সুভাষ কর || সাহিত্যগ্রাফি

Share This
একদা আমারও ছিল সবুজের প্রতি 'ভীষণ' টান -
মনেপ্রাণে সবুজকে ভালবাসার দাবী নিয়েই ছিল
নরম ঘাসে নিজেকে সমর্পণের সুযোগ খোঁজা -
ধানক্ষেতের বিস্তৃতিতে সঙ্কীর্ণতার প্রসার-স্পৃহা,
সর্ষেক্ষেতের হলদে আড়ালে ব্যর্থ আত্মগোপনে
দ্বিগুণ আকর্ষণী মনকাড়া সবুজটাকে দেখার।
পথের দু'পাশে চা বাগানের নৈসর্গিক আস্বাদন -
ভীষণ ব্যস্ত রেডরোডের কাছেই ময়দানের স্বস্তি -
এ সবই ছিল আমার পছন্দের প্রাথমিকতা।
তবুও, স্বপ্নের ফ্ল্যাট খুঁজতে কনক্রিটের কাঠিন্যে
বার কয় সবুজ ল'নের সন্ধান পেয়ে পাগল হয়েও,
নগরসভ্যতার হাতছানিতে ঠিক পাল্টি খেলাম;
'কমিন্যুকেশন' ছাড়া সবুজ ধুয়ে কি জল খাবে? আর 'শপিং মল'? জেরায় জেরায় পর্যুদস্ত আমি !
শেষে হাজার সিএফটির থ্রি বিএইচকে ফ্ল্যাটে ব্যালকনিতেই সবুজের স্থান হ'ল- গুটিকয় টবে-
যেন করুণার- তাও গৃহিনীর শ্রম ও বদান্যতায়।
আসলে সবুজকে সত্যিকারের ভালবেসে
নিজ হাতে একটা গাছও তো লাগাইনি কখনো !
বন কেটে উজাড়ের আসল নাম দস্যুবৃত্তি জেনেও
প্রতিবাদ করিনি কখনো, গড়ে তুলিনি প্রতিরোধ।
বরং সভ্যতারই অছিলায় পরোক্ষ সমর্থন ছিল
সবুজ-সংহারের ঐ চমকদার 'আত্মঘাতী যজ্ঞে' !
বর্তমানের শুদ্ধ বায়ুর হাহাকারে তাই, হে সবুজ !
সন্তপ্ত আমি, আজ চাই তোমার নিশ্চিত 'বাঁচাও'।

No comments:

Post a Comment