হরিৎ সাজে || মৈত্রেয়ী ঘোষ || সাহিত্যগ্রাফি - Songoti

হরিৎ সাজে || মৈত্রেয়ী ঘোষ || সাহিত্যগ্রাফি

Share This
কেঁদে কেটে বুক ভাসানি
বৃষ্টি তবু মিলছে কি?
মুখ ঢেকেছে বাদলা মেঘ
এবার ঠিক দেবে ফাঁকি।

গায়ের জোরে দিচ্ছি কোপ
নিরীহ ঐ বৃক্ষ মূলে,
উদ্ভিদের ও রয়েছে প্রাণ
সেটা কিন্তু যাচ্ছি ভুলে।

গ্রাম বাংলার লতায় পাতায়
আজও মেলে সৃষ্টি সুখ,
শহরে সেসব স্মৃতির খাতায়
শূন্যস্থানে শুধুই দুখ।

প্রতিনিয়ত বাড়ছে অসুখ
অক্সিজেনের স্বল্পতায়,
সবুজ গাছের শবদেহতে
শুদ্ধ বায়ু পথ হারায়।

এসো সবাই আবার মাতি
"সবুজ বাঁচাও" অভিযানে,
বৃক্ষ চারা রোপন, যতন
প্রাণ সঞ্চার সবখানে।

ধরার বুকে আবার খেলুক
কচি পাতার মিষ্টি হাসি,
হরিৎ সাজের আবেশ মেখে
সুস্থ থাকুক নগরবাসী।

No comments:

Post a Comment