সপ্তমীর সকালে কলকাতায় বৃষ্টি, ছাতা মাথায় দুর্গা দর্শন শহরবাসীর - Songoti

সপ্তমীর সকালে কলকাতায় বৃষ্টি, ছাতা মাথায় দুর্গা দর্শন শহরবাসীর

Share This

পুজোর আনন্দে জল ঢালতে কলকাতায় ঝেঁপে এল বৃষ্টি। সপ্তমীর সকালে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভিজল কলকাতা। সকালে খটখটে রোদের দেখা মিললেও, কিছুক্ষণ বাদেই কালো মেঘে মুখ ঢাকে শহরের আকাশ। বৃষ্টির জেরে ঠাকুরদেখায় খানিকটা ছন্দপতন ঘটেছে ঠিকই, তবে অনেকেই বৃষ্টি মাথায় নিয়েই দেবীদর্শনে মেতেছেন। উল্লেখ্য, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠীর দিন কলকাতায় সেভাবে বৃষ্টির দেখা মেলেনি। তাই বৃষ্টি দুর্ভোগ না থাকায় নির্বিঘ্নে দুর্গা দর্শন করতে পেরেছেন শহরবাসী। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২-৩ ঘণ্টায় কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারেআলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণাবর্তের জেরে আজ দিনভর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। অষ্টমী ও নবমীর দিনও কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দশমীর দিন রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি পুজোর দিনগুলোতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছেহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এদিন সকালে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ, ন্যূনতম ৬১ শতাংশ।
সূত্র ঃ দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস

No comments:

Post a Comment