সেই কবে ঘুম ঘোরে আব্দুল , বউ আনজুকে মুখের উপর বলে ফেলেছিল তালাক , তালাক , তালাক ...! সে বুঝতে পারেনি রাগের মাথায় এমনটা হবে । বেশ কয়েকদিন সময়টা ভাল যাচ্ছিল না । পারিবারিক একটা অশান্তির মধ্যে ছিল । 'তালাক' শব্দটা ওভাবে মুখ ফসকে বেরিয়ে যাবে কে জানতো ! সকাল হতে বউ আনজু , ছেলে তানজিরকে নিয়ে সোজা বাপের বাড়ি উঠেছিল । কতবার আব্দুল , আনজুকে আনতে গিয়েছিল সে আসে নি । বরং মুখের উপর বলেছিল ' তালাক দেবার সময় হুস ছিল না' ! অনেকবার গ্রামে ওদের নিয়ে সালিশি সভা বসেছিল । কিন্তু ফল হল না । আনজু আর ও সংসারে ফিরতে চায় না । যে মানুষটার মাথায় হাত বুলিয়ে না দিলে ঘুমতো না । ভাত মাখিয়ে গালে না দিলে খেত না । সে মানুষটা এমন দূরে সরে যাবে আনজু ভাবতে পারেনি । মাঝে মাঝে খবর আসে সে ঠিক ঠাক বাড়ি ফেরে না । ফিরলেও মদ খেয়ে টলতে টলতে বাড়ি আসে । সে কোর্টে তার বিরুদ্ধে কেস করেছে । গ্রামের কেউ আনজুর পাশে এসে দাঁড়ল না । সে শরিয়ত বিরোধী কাজ করেছে । আজ সরকারের তিন তালাক বিল পাশ হওয়ায় সবার মুখে হাসি । সে আনন্দের মধ্যেও শুনতে পেল বেদনার সুর । 'তালাক' শুধু একটি মেয়ের জীবন নষ্ট করে না । একটি ফুলের মত সংসার ও নষ্ট হয় । আনজু , ছেলে তানজিরকে কোলে নিয়ে কোর্টের সামনে এসে দাঁড়াল । ছল ছল চোখে আব্দুলের পথের দিকে চেয়ে থাকল সে ।।
তালাক || শক্তি পুরকাইত || সাহিত্যগ্রাফি
Share This
Tags
# sahityagraphi
Share This
About Songoti
sahityagraphi
Tags
sahityagraphi
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
Songoti is a 1 of the Bengali & English INDEPENDENT NEWS platform in India. We are Specialist for Cultural, Entertainment, Lifestyle, Health & Travel News..
You can Subscribe us at Youtube, Like - Comment us at Facebook & also Follow us at Instagram
No comments:
Post a Comment