তেমন গভীরতা পেলে হারিয়ে যেতে দ্বিধা নেই
হৃদয়ের আকূল করা ডাক হৃদয়কে নাড়াবেই ।
আমি সজাগ 'রব দিন রাত্রি সঙ্কোচ ছাড়াই
আমি দ্বার খুলে প্রতীক্ষায় 'রব বিনা ছলনায়।
বার্তা বাহক হতে রাজি আছি উদার চিত্তে
দোরে দোরে পৌঁছে যেতে পারি বিনা শর্তে ।
আমি ফুল ফোটাতে পারি পাহাড় গাত্রে এসে
আদিবাসীর দুঃখ জয় 'করি নিখাদ ভালবেসে।
জনম ঋণ মাতৃভূমে, এই মাতৃভূমি ভালবাসি
দেশ আমার জীবন মরণ এখানেই কাঁদি হাসি।
বজ্রকঠিন সিংহনাদে বিপদবক্ষে ঝাঁপাতে পারি
অবলীলায় পথকন্টক সমূলে উৎখাত 'করি ।
অন্তরের অন্তস্থল আজি আহ্বানে সাড়া দিতে রাজি
উৎসর্গিত এই পরাণ চাই নির্দ্বিধায় জীবন ধরতে বাজি ।।
হৃদয়ের আকূল করা ডাক হৃদয়কে নাড়াবেই ।
আমি সজাগ 'রব দিন রাত্রি সঙ্কোচ ছাড়াই
আমি দ্বার খুলে প্রতীক্ষায় 'রব বিনা ছলনায়।
বার্তা বাহক হতে রাজি আছি উদার চিত্তে
দোরে দোরে পৌঁছে যেতে পারি বিনা শর্তে ।
আমি ফুল ফোটাতে পারি পাহাড় গাত্রে এসে
আদিবাসীর দুঃখ জয় 'করি নিখাদ ভালবেসে।
জনম ঋণ মাতৃভূমে, এই মাতৃভূমি ভালবাসি
দেশ আমার জীবন মরণ এখানেই কাঁদি হাসি।
বজ্রকঠিন সিংহনাদে বিপদবক্ষে ঝাঁপাতে পারি
অবলীলায় পথকন্টক সমূলে উৎখাত 'করি ।
অন্তরের অন্তস্থল আজি আহ্বানে সাড়া দিতে রাজি
উৎসর্গিত এই পরাণ চাই নির্দ্বিধায় জীবন ধরতে বাজি ।।
No comments:
Post a Comment