বাবুদের দুগ্গাপূজা পরব || প্রভাত রঞ্জন ভট্টাচার্য্য || সাহিত্যগ্রাফি - Songoti

বাবুদের দুগ্গাপূজা পরব || প্রভাত রঞ্জন ভট্টাচার্য্য || সাহিত্যগ্রাফি

Share This
অ   বাপ   বল   না   কোন   পরব  ইটা?
বাবুদের বিখ্যাত পরব,  দুগ্গাপূজা বিটা।
খুব বোড় পরব,
বাবুদের  গরব।
দেবীটোর শক্তি কোত জানিস কি সিটা?

বোংগা  ও  অসুর  মাঝে   এক   কোঠিন  লোড়াই   ঘোটে,
দেবোতাদের  কাছে  সে   যুদ্ধ  সোহজ   ছিল   না   মোটে।
তাগড়াই  মহিষাসুর  ছিল  অসুরদের রাজা,
মা  দুগ্গা  তাকে  দিয়েছিলেন  চোরম সাজা।
দুগ্গামার তিরশুলের আঘাতে তার মিরিত্যু হইয়েছিল বটে।

মা     দুগ্গার     খুব      কোদর     সেই    থেইকে,
মর্তে   মানুষ   পুজো   করে  তার   মূর্তি  রেইখে।
আমাদের মারাং বুরু ও সোহরা যেমন,
উয়াদের  দুগ্গাঠাকুর ও পরবটা তেমন।
যা   বিটা   যা,  পরণাম   কর দুগ্গামাকে  দেইখে।



* বোংগা = দেবতা
* মারাং বুরু = সাঁওতালিদের/আদিবাসীদের দেবতা
* সোহরা = সাঁওতালিদের/আদিবাসীদের বার্ষিক উৎসব

No comments:

Post a Comment