আমরা মিলে থাকবো এভাবেই যুগে যুগেই,
সারাটা জীবন সমস্ত পৃথিবী জুড়েই।
শত সহস্র লক্ষ বছর ধরেও....
থাকব এভাবেই ভয়াল ঝড়ের পরেও।।
মিলে থাকবো ওই উদ্ভিদের মতো পাকে পাকে,
জড়িয়ে ধরবো মোরা.. একে অপরকে,সকলকে!!
শাখা-প্রশাখার নিবিড়, নিভৃত আলিঙ্গনে,
মিলবো দুজনায় অন্তরের গভীর অমোঘ টানে।।
সীমাহীন আবেশে মুগ্ধ হবে যে ভুমি!
তোমার ভালোবাসায় আপ্লুত হবো আমি।
অপার প্রেমে বিবশ শরীর-মন!!
বুঝিবা ঘটলো নতুন আবেগের জাগরণ!!!
তখন সুন্দর থেকে সুন্দর হবে ধরা,
মোদের দৃষ্টিতে রবে অসীম মুগ্ধতা ভরা!
অঙ্গীকার করি এসো আজ দোঁহে মিলে,
আগামী প্রজন্মকে রক্ষা করবো যে তিলে তিলে।।।।
সারাটা জীবন সমস্ত পৃথিবী জুড়েই।
শত সহস্র লক্ষ বছর ধরেও....
থাকব এভাবেই ভয়াল ঝড়ের পরেও।।
মিলে থাকবো ওই উদ্ভিদের মতো পাকে পাকে,
জড়িয়ে ধরবো মোরা.. একে অপরকে,সকলকে!!
শাখা-প্রশাখার নিবিড়, নিভৃত আলিঙ্গনে,
মিলবো দুজনায় অন্তরের গভীর অমোঘ টানে।।
সীমাহীন আবেশে মুগ্ধ হবে যে ভুমি!
তোমার ভালোবাসায় আপ্লুত হবো আমি।
অপার প্রেমে বিবশ শরীর-মন!!
বুঝিবা ঘটলো নতুন আবেগের জাগরণ!!!
তখন সুন্দর থেকে সুন্দর হবে ধরা,
মোদের দৃষ্টিতে রবে অসীম মুগ্ধতা ভরা!
অঙ্গীকার করি এসো আজ দোঁহে মিলে,
আগামী প্রজন্মকে রক্ষা করবো যে তিলে তিলে।।।।
No comments:
Post a Comment