ইচ্ছাশক্তি || অমিত কুমার জানা || সাহিত্যগ্রাফি - Songoti

ইচ্ছাশক্তি || অমিত কুমার জানা || সাহিত্যগ্রাফি

Share This
ইচ্ছেনদীর বুকের মাঝে উথাল পাথাল ঢেউ
হয়তো হাত বাড়িয়ে আসবে এবার কেউ।

ইচ্ছে কভু আবেগ মাখা মুখে ফোটায় হাসি,
নিজের সাথে খুনসুটিতে বলে ওকেই ভালবাসি।

ইচ্ছে পাখি পাখনা মেলে দূরদেশে দেয় পাড়ি,
প্রতিকূলতার সঙ্গে তার চিরকালই আড়ি।

ইচ্ছেপাখির মনে ব্যথা বিরুদ্ধতার ঘাতে,
কখনো সে আহত হয়ে পড়ে গভীর খাতে।

তবুও ভেঙে পড়ে না জিইয়ে রাখে আশা
লক্ষ্যের প্রতি আছে যে তার অগাধ ভালোবাসা।

ব্যর্থতা বিস্মৃত নব উদ্যমে প্রেরণার আবহে,
না মচকানো ইচ্ছেরা থেকে মাথা তোলে নব উৎসাহে।

আবারো ইচ্ছেনদীর গতিপথে বাধা আসে পাথর-কঠিন,
তার একরোখামির কাছে সব একে একে হয় ক্ষীণ।

'ইচ্ছে থাকলে উপায় হয়' এ নয় শুধু বাগধারা,
 তাই সব হারিয়ে কভু হওয়া চলে না ইচ্ছেহারা।

No comments:

Post a Comment