দেবাশিস ঘোষ , চাঁচল : মহালয়া উপলক্ষে শনিবার গাজোলের আদর্শ বাণী মিশন স্বেচ্ছায় রক্তদান ও বস্ত্র বিতরণের উদ্যোগ নেয়। সহযোগিতার হাত বাড়িয়ে দেয় স্কাউটস্ অ্যান্ড গাইডস, মালদহ শাখা।এদিন ওই শিক্ষা প্রতিষ্ঠানের গাজোলের আদর্শ বাণী একাডেমি ও টিচার ট্রেনিং কলেজ প্রাঙ্গণে কর্মসূচি অনুষ্ঠিত হয়। জানা যায়, ৯৯ জন দুস্থদের বস্ত্র বিতরণ করা হয়। উল্লেখ্য , একাডেমির ছাত্রছাত্রীরা বাড়ি থেকে পাওয়া হাতখরচ থেকে টাকা বাঁচিয়ে সেই টাকা বস্ত্র বিতরণে সাহায্য করে । পাশাপাশি এদিন তারা সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশন করে। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও 'উৎসবেও থাকুক রক্তদান' আহ্বানে সারা দিয়ে, শিক্ষক শিক্ষিকা ,অভিভাবক ,প্রাক্তন ছাত্র-ছাত্রীরা সহ ৪ মহিলাসহ ৪২ জন স্বেচ্ছায় রক্ত দান করেন। শিবিরে উপস্থিত ছিলেন জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: অমিতাভ মন্ডল, জেলার বিশিষ্ট শিক্ষাবিদ শক্তি পাত্র , গাজোল হাইস্কুলের প্রাক্তন শিক্ষক নাড়ুগোপাল সরকার , জেলার রক্তদান শিবির ও ভারত স্কাউটস অ্যান্ড গাইডস মালদহ শাখার আহ্বায়ক অনিল কুমার সাহা প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ও সকলকে ধন্যবাদ জানান আদর্শ বাণী একাডেমি ও আদর্শ বাণী টিচার ট্রেনিং কলেজের ডাইরেক্টর আশুতোষ সরকার।

মহালয়া উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও বস্ত্র বিতরণ
Share This
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
Songoti is a 1 of the Bengali & English INDEPENDENT NEWS platform in India. We are Specialist for Cultural, Entertainment, Lifestyle, Health & Travel News..
You can Subscribe us at Youtube, Like - Comment us at Facebook & also Follow us at Instagram
No comments:
Post a Comment