![]() |
উৎপল কন্যা বিষ্ণুপ্রিয়া দত্ত |
পায়েল পাল, কলকাতাঃ উগ্র হিন্দুত্ববাদ, উগ্র জাতীয়তাবাদ নিয়ে রাজ্য এবং দেশে যে অরাজকতা চলছে তার বিরুদ্ধে সচ্চার হওয়ার জন্যই পিপলস অফ লিটিল থিয়েটারের প্রযোজনায় "গনতন্ত্রের খোঁজে" শীর্ষক অনুষ্ঠান, যা সদ্য অনুষ্ঠিত হল মধুসূদন মঞ্চে। আহ্বায়ক উৎপল কন্যা বিষ্ণুপ্রিয়া দত্ত, উপস্থাপক কিংবন্তী অভিনেত্রী পাপিয়া অধিকারী। কয়েকটি নাটকের অংশ বিশেষের সমন্বয়ে সফলভাবে অনুষ্ঠিত হল "গনতন্ত্রের খোঁজে"।
অনুষ্ঠানটিকে আর একটু এগিয়ে দিতে সহায়তা করেছেন জনসংযোগ আধিকারিক রাজীব লোধা ও সাগুফতা হানাফি। পি. এল. টি. (পিপলস অফ লিটিল থিয়েটার) -র নতুন করে আবার চলতে শুরু করল উৎপল দত্তের মৃত্যু দিবসের দিন এবং আগামী ১৭ই সেপ্টেম্বর শহরে উৎপল দত্তের একটি নাটক অনুষ্ঠিত হতে চলেছে, এমনটাই বার্তা দিলেন অভিনেত্রী পাপিয়া অধিকারী।।
No comments:
Post a Comment