একুশের পল্লীর খুঁটি পুজো - Songoti

একুশের পল্লীর খুঁটি পুজো

Share This

দেবপ্রিয় মণ্ডল, কলকাতাঃ ‘খুঁটি পুজো’, ‘কাঠামো পুজো’ কলকাতার পুজোর ট্র্যাডিশন যা চলে আসছে বছরের পর বছর ধরে। প্যাণ্ডেল বাঁধার আগে কাঠামো পূজা কলকাতার পুরোন পুজোগুলির রীতি। শুক্রবার ঢাক বাজিয়ে ২১ পল্লি সার্বজনীন দুর্গোৎসব কমিটি করল কাঠামো পুজো। এবার তাদের পুজোর ৭৩ বছর। সেই উপলক্ষ্যে থাকছে হাজারো চমক। প্যান্ডেলশিল্পী বৈশাখি জানালেন প্রাচীনতার ছোঁয়া থাকছে শহরের অন্যতম পুরোন পুজোয়। প্রতিমা গড়ছেন মৃৎশিল্পী নব পাল। কমিটির তরফে জানা গেল পুজো প্যান্ডেল, নামী রেস্তোরাঁর খাবারের স্টল, কিডস জোন, জি বাংলার স্টেজ সব মিলিয়ে আকর্ষণটা এবার বেশিই থাকছে। ২১ পল্লীতে এবার থাকছেন সৃজিত মুখার্জির ছবি ‘গুমনামি’র টিমমেম্বাররা। থাকছে ‘কিড্‌স ডান্স ট্রুপ’এর মনমাতানো অনুষ্ঠান ও ব্যাগপাইপের বাজনা। এদিন খুঁটিপুজোয় উপস্থিত ছিলেন বিভিন্ন সন্মানীয় ব্যাক্তিত্বরা। কমিটির সভাপতি সুরেশ শেঠিয়া বলেন, “এবছর পুজোয় অংশগ্রহণ করতে ইচ্ছুকদের নাম নথিভুক্ত করা হবে ‘দেখুন ও মজা নিন’ তালিকায়”। এবছর তাদের থিম ‘মজাটাই যেখানে’।

No comments:

Post a Comment