গীতাঞ্জলি - কবিতাগুচ্ছ নিয়ে অ্যালবাম - Songoti

গীতাঞ্জলি - কবিতাগুচ্ছ নিয়ে অ্যালবাম

Share This

বার্তা প্রতিবাদন, কলকাতাঃ  দি আত্মান অডিও থেকে প্রকাশিত, রবীন্দ্রনাথের গীতাঞ্জলি; থেকে বাছাই করা কিছু কবিতাগুচ্ছ নিয়ে করা অডিও সিডি ও তার দৃশ্যায়ন ভিডিও আই. সি. সি. আর এর সত্যজিৎ রায় অডিটোরিয়াম উন্মোচন হয়েছে। এই অ্যালবামে আবৃতি করেছেন চান্দ্রেয়ী ও বরুন চন্দ এবং সুর সংযোজন করেছেন পণ্ডিত তরুণ ভট্টাচার্য। ওখানে চান্দ্রেয়ী ও বরুন চন্দের যুগ্ম আবৃত্তি, পণ্ডিত তরুণ ভট্টাচার্য র সান্তুর বাদন ছাড়াও রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করছেন ড: বুদ্ধদেব চ্যাটার্জী ও ইন্দ্রনীল মুখার্জী। সবার সাথে গিটার এ আবহ দেবেন ড: মানস রায় (রয়মান্স)। অ্যালবাম টি উদ্বোধন করবেন সুবোধ সরকার, দেবশঙ্কর হালদার, গৌতম দে, পৃথ্বীরাজ সেন এবং বেশ কিছু বিশিষ্ট অতিথিবৃন্দ। চান্দ্রেয়ী একজন শিক্ষাবিদ, সমাজ সেবিকা ও বাচিক শিল্পী। লন্ডন ইউনিভার্সিটি র ডক্টরেট, দীর্ঘদিন ইউরোপ ও মধ্যে প্রাচ্যে কাটিয়ে ২০০৮ থেকে কলকাতা ই বসবাস করেন। ২০১০ থেকে আজ অব্দি প্রকাশ পেয়েছে ওনার করা অডিও অ্যালবাম -স্তবক, দামিনী (সুবোধ সরকার এর সাথে), লিপিকা (সিধুর সাথে), মেঘ ও বৃষ্টি (তরুণ ভট্টাচার্যর সাথে ), শুধু ভালোবাসা (দেবশঙ্কর হালদার এর সাথে) এবং এখন গীতাঞ্জলি (বরুন চন্দ র সাথে) প্রকাশ পাচ্ছে।

No comments:

Post a Comment