- ১ -
কাদা রঙ জরি সব এনেছি
একটু একটু করে মূর্তি গড়েছি,
শেষে দেখি দেবতা তোমার মতই।
তুমিই কি তবে আমার ঈশ্বরী!
এ কী! এ কিসের মন্ত্র শেখালে হে দেবী!
আমি যে লয় হয়ে যাচ্ছি!
আমি যে গরল চাখছি!
তুমি মানুষ! না ভগবান!
বেশ। তবে চলো।
সমুদ্রেই হোক যুগল শয়ান।
- ২ -
ফুল ফোটানো কি এতই সহজ
যদি না চিনি রঙ!
রঙের জন্য তুলি ধরলাম,
কে শেখাবে পাপড়ির ঢঙ !
শিশু বড় করি, লোকে বলে মানুষ করা।
মানুষ করা তো মানুষের কাজ না!
তাই, আর লোকের কথায় তেমন কান দিইনা।
ওরা কি বোঝে, চেষ্টায় গাছ বাঁচানো যায়,
কিন্তু ফুল!
সে ভাবনাই যে অহংকারী ভুল।
চলো, আমরা হাল ধরি, বীজ বুনি, আর
সন্ধ্যায় কুড়াই সুগন্ধী বকুল।
কাদা রঙ জরি সব এনেছি
একটু একটু করে মূর্তি গড়েছি,
শেষে দেখি দেবতা তোমার মতই।
তুমিই কি তবে আমার ঈশ্বরী!
এ কী! এ কিসের মন্ত্র শেখালে হে দেবী!
আমি যে লয় হয়ে যাচ্ছি!
আমি যে গরল চাখছি!
তুমি মানুষ! না ভগবান!
বেশ। তবে চলো।
সমুদ্রেই হোক যুগল শয়ান।
- ২ -
ফুল ফোটানো কি এতই সহজ
যদি না চিনি রঙ!
রঙের জন্য তুলি ধরলাম,
কে শেখাবে পাপড়ির ঢঙ !
শিশু বড় করি, লোকে বলে মানুষ করা।
মানুষ করা তো মানুষের কাজ না!
তাই, আর লোকের কথায় তেমন কান দিইনা।
ওরা কি বোঝে, চেষ্টায় গাছ বাঁচানো যায়,
কিন্তু ফুল!
সে ভাবনাই যে অহংকারী ভুল।
চলো, আমরা হাল ধরি, বীজ বুনি, আর
সন্ধ্যায় কুড়াই সুগন্ধী বকুল।
: Advertisement :
No comments:
Post a Comment