
তুই যে আমার একলা আকাশ ,
এক পশলা বৃষ্টি
মাতৃ জঠরে শায়িত থাকা, ঈশররের সৃষ্টি,
তুই যে আমার ঘাসের ডগার
একটি শিশির বিন্দু,
তুই যে আমার চোখের মনি, পরম প্রিয় বন্ধু ।
তুই যে আমার সোনার মানিক
রিক্ত হৃদয়ের ধন
তুই যে আমার ভালোবাসার অচ্ছেদ্য বন্ধন,
মা মা বলে ডাকিস যখন ঝরে সুধা রস
তৃপ্ত আমি, পূর্ণ আমি পেয়ে তোর পরশ ।।
: Advertisement :
No comments:
Post a Comment