

নিজস্ব প্রতিবেদন, কলকাতাঃ পরিচালক ধ্রুব ব্যনার্জীর পরিচালনায় এবং শ্রী ভেঙ্কাটেশ ফ্লিমস এর প্রযোজনায় গত ২৪ শে মে প্রকাশিত হয়েছে দূর্গেশগড়ের গুপ্তধন। কিছুদিন আগেই সিনেমাটি ৫০ দিন উদযাপিত হয়েছে সাউথ সিটি মলের আইনক্স মাল্টিপ্লেক্সে। উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবীর চ্যাটার্জী, বিক্রম ঘোষ, পরিচালক ধ্রুব সহ অনেকেই।।
No comments:
Post a Comment