ট্রেন্ডিং ২ - ই বাংলা সংস্কৃতিসম্পন্ন গোত্রের পরিচয় - Songoti

ট্রেন্ডিং ২ - ই বাংলা সংস্কৃতিসম্পন্ন গোত্রের পরিচয়

Share This

পায়েল, কলকাতাঃ  নন্দিতা রায় ও শিবপ্রসাদের গোত্র নিয়ে জল্পনা দর্শক মহলে কম নয়, এই বছর জন্মাষ্টমীতে মুক্তি পেতে চলেছে গোত্র। তাই কিছু দিন আগেই রিলিজ হয়েছে গোত্রের প্রথম গান "নীল


 দিগন্তে"। গানটির কথা ও সুর খুব ভেবে চিনতে যে  পরিচালক অনিন্দ্য চ্যাট্টার্জী করেছেন, তাঁর বলা'র অপেক্ষা রাখে নি ইউটিউব ট্রেন্ডিং। ট্রেন্ডিং, যা সব চাইতে বেশি প্রচলিত তাকে বলে। শ্রেয়া ঘোষালের কন্ঠে "নীল দিগন্তে" সর্বশেষ ইউটিউব ট্রেন্ডিং ছিল ২, যা অনেকাংশ নাড়িয়েছে বিশ্বের বহু প্রোডাকশন হাউসের বা বহু ইউটিবের রেটিংকে। ইংরাজী নয়, বিশুদ্ধ বাংলা গান শুধু তাই নয় রবীন্দ্রসঙ্গীতের মুখরা নিয়ে গাওয়া "নীল দিগন্তে" যে বাংলা'র মাথা উচু রেখেছে তা বলাই চলে।।

No comments:

Post a Comment