প্রকাশিত হল পিলু ভট্টাচার্যের নির্দেশনায় শুভেচ্ছা সংগীত অ্যালবাম ইন্ডিয়া জিতেগা - Songoti

প্রকাশিত হল পিলু ভট্টাচার্যের নির্দেশনায় শুভেচ্ছা সংগীত অ্যালবাম ইন্ডিয়া জিতেগা

Share This

রাজীব মুখার্জী, কলকাতাঃ  বিশ্বকাপ ক্রিকেটের উন্মাদনায় সারা দেশ যখন মেতে উঠেছে তখন খেলাধুলা নিয়ে সবচেয়ে বেশি গান তৈরি করা বিশিষ্ট শিল্পী পিলু  ভট্টাচার্যের পরিচালনায় আজ পাঁচই জুলাই শোভাবাজার রাজবাড়ির নাট মন্দিরে এঞ্জেল ভিডিওর হাতে তুলে দেওয়া হল ভারতীয় ক্রিকেট দলের জন্য শুভেচ্ছা সংগীত "ইন্ডিয়া জিতেগা"র মিউজিক ভিডিও।  বিশিষ্ট প্রাক্তন ক্রিকেটার এবং 




জাতীয় নির্বাচক সম্বরণ ব্যানার্জি এবং বিশিষ্ট চিত্রকর শ্রী সমীর আইচের হাত ধরে প্রকাশিত হলো এই মিউজিক ভিডিওটি। আজ এই অনুষ্ঠানে সমগ্র অনুষ্ঠানটির রূপকার শ্রী পিলু ভট্টাচার্য ঘোষণা করেন এই মিউজিক ভিডিওটি থেকে প্রাপ্ত রয়্যালটি বিশিষ্ট নাট্য কর্মী দেবব্রত চক্রবর্তীর চিকিৎসা এবং দুই থেকে বারো বছরের এইচ আই ভি আক্রান্ত ছোট শিশুদের এবং বয়স্কদের জন্য নিরলস কাজ করে যাওয়া আনন্দ ঘর এবং আপন জন নামে দুটি সংস্থা কে প্রদান করা হবে।  বাংলায়এই অ্যালবামটির গান লিখেছেন শ্রী উৎপল দাস এবং পিলু ভট্টাচার্য। হিন্দিতে লিখেছেন সঞ্জীব তেওয়ারি। বাংলায় গান গেয়েছেন পিলু ভট্টাচার্য এবং মাধুরী দে। হিন্দি ভাষায় গানটি গেয়েছেন  পিলু ভট্টাচার্য  এবং সঞ্জীব তেওয়ারি। সুর এবং ভিডিও নির্দেশনায় পিলু ভট্টাচার্য।।

No comments:

Post a Comment