হঠাৎই আজ,
দেখতে পেলাম তোমায় ওইখানে
মেট্রো স্টেশনের সিঁড়িতে রবীন্দ্র সদনে
আমি অপলক দৃষ্টিতে চেয়ে তোমার পানে
তুমি তখন ব্যস্ত ফোন কানে।
হঠাৎই আজ,
আমার মনের মনিকোঠায়
জমে থাকা সব নেপথ্য ঘটনায়
আলোকপাত করে গেল আমার ব্যাথা বেদনায়
মধুর স্মৃতিতে পলি পড়েছে কানায় কানায়
হঠাৎই আজ,
আমি ডুকরে উঠলাম ,তাকিয়ে তোমার মুখপানে
মনে হল, আজ তুমি বড়ই জখম মনে প্রাণে
অতীতের সব ইগো ছিঁড়ে ফেললাম এক টানে
ছুটে গিয়ে জিগ্যেস করবো,"নিজেকে শেষ করলে
কোন অভিমানে"?????
হঠাৎই আজ,
পিছন থেকে পেলাম স্নেহের গলার সাড়া
"ছুটছো কেন"?কিসের এত তাড়া???
" আমার হাত ধরো," সিঁড়ি ভীষণ খাড়া
আমার চোখ থেকে নেমে এলো জমানো জলের
ফল্গুধারা।
দেখতে পেলাম তোমায় ওইখানে
মেট্রো স্টেশনের সিঁড়িতে রবীন্দ্র সদনে
আমি অপলক দৃষ্টিতে চেয়ে তোমার পানে
তুমি তখন ব্যস্ত ফোন কানে।
হঠাৎই আজ,
আমার মনের মনিকোঠায়
জমে থাকা সব নেপথ্য ঘটনায়
আলোকপাত করে গেল আমার ব্যাথা বেদনায়
মধুর স্মৃতিতে পলি পড়েছে কানায় কানায়
হঠাৎই আজ,
আমি ডুকরে উঠলাম ,তাকিয়ে তোমার মুখপানে
মনে হল, আজ তুমি বড়ই জখম মনে প্রাণে
অতীতের সব ইগো ছিঁড়ে ফেললাম এক টানে
ছুটে গিয়ে জিগ্যেস করবো,"নিজেকে শেষ করলে
কোন অভিমানে"?????
হঠাৎই আজ,
পিছন থেকে পেলাম স্নেহের গলার সাড়া
"ছুটছো কেন"?কিসের এত তাড়া???
" আমার হাত ধরো," সিঁড়ি ভীষণ খাড়া
আমার চোখ থেকে নেমে এলো জমানো জলের
ফল্গুধারা।
No comments:
Post a Comment