নেমে এসো || জয়দীপ সেন || সাহিত্যগ্রাফি - Songoti

নেমে এসো || জয়দীপ সেন || সাহিত্যগ্রাফি

Share This
নেমে এসো, মানুষের মত আবার মন খারাপ করে বসে থাকো
বাগানে যেমন খুশি হিল্লোল উপেক্ষা করো
শিশুরা কাছে এলে চোখ পাকিয়ে
পাকিয়ে মুষ্টি তেড়ে যাও
কপোত-কপোতীর মাঝখানে জোর করে গুঁতিয়ে বসো প্রেমাস্পদ
ব্যস্ত রাস্তায় টানটান শুয়ে থাকো, যাতে আটকে যায় গোটা ছুটন্ত শহর
নেমে এসো, মানুষের মত আবার মন খারাপ করে বসে থাকো
তারপর ভিড় ঠেলে উঠে যেও উলঙ্গ, ক্রুশে।

No comments:

Post a Comment