উদযাপিত হল ২৬ তম ভারত নির্মাণ অ্যাওয়ার্ড - Songoti

উদযাপিত হল ২৬ তম ভারত নির্মাণ অ্যাওয়ার্ড

Share This

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ  শনিবার উদযাপিত হল ২৬ তম ভারত নির্মাণ অ্যাওয়ার্ড কলকাতার কলা মন্দির এ। অনুষ্ঠান এর অ্যাডভাইসরি টীম মধ্যে ছিলেন বিখ্যাত শিল্পী ওয়াসিম কাপুর, এক্স কাউন্সেলার শিলা কাপুর প্রমুখ। প্রতি বছরের মতই এবছর ও কিছু বিশেষ ট্যালেন্ট কে এই অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়েছে।।



বিভিন্ন ক্ষেত্রে এই অ্যাওয়ার্ড দিয়ে বিশিষ্ট ব্যাক্তি বা প্রতিষ্ঠান কে সম্মানিত করা হয়েছে। বিশিষ্ট ব্যক্তি দের মধ্যে বাচিক শিল্পী হিসাবে মীর আফসার আলি, গ্রুমিং এ সুপর্ণা মুখার্জী, ক্রিয়েটিভিটি তে শ্রিলেখা মিত্র, সঙ্গীতে স্বাগাতালক্ষী দাসগুপ্ত প্রমুখ সেরার শিরোপা পেয়েছেন। রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি পেয়েছেন সেরা জুটির খেতাব।।




এছাড়াও পাবলিক রিলেশন ম্যানেজমেন্ট এ সেরার শিরপা পেয়েছে মিডিয়া কানেক্ট, সেরা শিক্ষা প্রতিষ্ঠান এর শিরোপা পেয়েছে লা মারটিনিয়ার ফর গার্লস ও প্রমুখ অ্যাওয়ার্ড দেওয়ার সাথে হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানও, যেখানে জোজো এবং আর অনেক শিল্পী মঞ্চ মাতিয়েছেন।। 


No comments:

Post a Comment