স্টাফ রিপোর্টার, কলকাতাঃ যদি নতুন নতুন খাবার খাওয়ার শখ আপনার থাকে অথবা আপনি টারকি প্রেমী হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই সুখবর। শহরে প্রথম টার্কিশ বাকলাভা নিয়ে এল দি বাকলাভা বক্স। অভিনেত্রী মৌবনী সরকার এর উপস্থিতি তে এই দোকান লঞ্চ করল তাদের মেনুর নবতম সংযোজন টার্কিশ বাকলাভা।।
দি বাকলাভা বক্স তাদের কাস্টমাইজড ট্রে এবং গিফট বক্স এর জন্য বিখ্যাত। এখানে আপনি চকলেট, মিঠাই, কুকিজ, বিস্কুত, ব্রাউনি থেকে শুরু করে পেয়ে যাবেন চা, ড্রাই ফ্রুটস, গিফট বক্স সবকিছু এবং দাম ও নাগালের মধ্যে। দি বাকলাভা বক্স সব বয়েসের মানুষ এর ই পছন্দের তালিকায় রয়েছে। এটি পূর্ব ভারতের একমাত্র স্টোর যারা আমাদের কাছে ভূমধ্যসাগরীয় খাবার এর স্বাদ নিয়ে এসেছে। টার্কিশ বাকলাভা গুলির স্বাদ ও একদম সেইভাবেই তৈরি করেছেন এরা। এই স্টোর আপনি পেয়ে যাবেন পি-৪৭, সি.আই.টি রোড, কাঁকুড়গাছি তে।।
No comments:
Post a Comment