সিদ্ধেশ্বরীতে ইফতেসাম, রাণী দাক্ষায়ণীতে সর্বোচ্চ বিপাশা - Songoti

সিদ্ধেশ্বরীতে ইফতেসাম, রাণী দাক্ষায়ণীতে সর্বোচ্চ বিপাশা

Share This

দেবাশিস ঘোষ , চাঁচল :  মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হল। মালদহের চাঁচল সিদ্ধেশ্বরী ইন্সটিটিউশনে এ বছর ১৭৬ জন পরীক্ষা দিয়েছিল। সব পরীক্ষার্থীই উত্তীর্ণ হয়েছে। সর্বোচ্চ নম্বর পেয়েছে ইফতেসাম হাসনুত । তার প্রাপ্ত নম্বর ৬৭৪। পাশাপাশি চাঁচলের আরও একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান রাণী দাক্ষায়ণী উচ্চ বালিকা বিদ্যালয়ে। মাধ্যমিকে ওই বিদ্যালয়ে সর্বোচ্চ পেয়েছে বিপাশা সিনহা। তার প্রাপ্ত নম্বর ৬৭৩। এই বিদ্যালয়ের ৩২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩০ জন উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে চাঁচল - ২ ব্লকের গোবিন্দপাড়া হাইস্কুলে এই বছর ২০৩ জন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তার মধ্যে পাস করেছে ১৬৬ জন। সর্বোচ্চ নম্বর পেয়েছে কারিমুন নেশা। ওই ছাত্রীটির মোট প্রাপ্ত নম্বর ৬৫৬। তার বাড়ি হরিশ্চন্দ্রপুর -২ ব্লকের করিয়ালি এলাকায়।  আত্মীয়ের বাড়িতে থেকে ছাত্রীটি ওই বিদ্যালয়ে পড়াশোনা করত। আগামীতে তার বিজ্ঞান নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে। মালদহের কোন শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে পড়াশোনা করতে চায় বলে জানিয়েছে ওই ছাত্রীটি । ছাত্রীটির বাবা মঞ্জুর আলি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক । মা লুৎফুন নেশা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সেবিকা হিসেবে কর্মরতা। তাঁরা একযোগে বলেন , "শিক্ষকদের সহযোগিতার ফলেই আমাদের মেয়ে  ভাল রেজাল্ট করতে পেরেছে"। ছাত্রীটির সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ আত্মীয়-স্বজন সকলেই খুব খুশি।। 

No comments:

Post a Comment