ভারতনাট্যম ও রবীন্দ্র নৃত্যকে সংমিশ্রনে যাজ্ঞশিনী চ্যাট্টার্জী - Songoti

ভারতনাট্যম ও রবীন্দ্র নৃত্যকে সংমিশ্রনে যাজ্ঞশিনী চ্যাট্টার্জী

Share This

তিনি মাদ্রাজে বিশ্ববিখ্যাত নৃত্যশিল্পী ডঃ রামালক্ষ্মী স্বামী এর কাছে দীর্ঘদিন যাবৎ প্রাচীনযুগের গুরুকুল প্রথাতে ভারতনাট্যম এর পড়াশোনা চালিয়েছেন। একজন বাঙালী কন্যার শাস্ত্রীয় নৃত্যপ্রেম দেখে তিনিও অভিভূত হয়েছিলেন। নিজে বাঙালী হবার সুবাদে তিনি কবিগুরুর নৃত্য সম্বন্ধীয় ভাবাবেগ এর সাথে ভারতনাট্যম্ এর সংমিশ্রণ সর্বসমক্ষে আনতে চাইছেন। শুধুমাত্র একজন সাধারণ নৃত্যশিল্পী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত ই নয় তিনি তাঁর প্রতিভার দ্বারা একদিন প্রথম বাঙালী হিসাবে ভারতনাট্যমে জাতীয় সম্মান প্রাপিকা হওয়ার স্বপ্ন দেখছেন। তিনি হলেন বাংলা চলচ্চিত্রের এক পরিচিত মুখ সোমা দে'র সুপ্রতিভা সম্পন্ন কন্যা যাজ্ঞশিনী চ্যাট্টার্জী।।


রিপোর্টঃ গোপাল দেবনাথ

No comments:

Post a Comment