প্রযোজক রিক্তা মুখার্জী'র দয়াল প্রোডাকশনের প্রযোজনায় পরিচালক সৌভিক সরকারের পরিচালনায় সদ্য মুক্তি পেয়েছে সাক্ষী। ছবি মুক্তি'র আগে গত ১৬ই মে কলকাতা প্রেস ক্লাবে হল ছবি মুক্তি'র প্রাক সাংবাদিক বৈঠক। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন অভিনেতা দেবশঙ্কর হালদার, অভিনেত্রী সায়নী ঘোষ, অভিনেতা অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, বাচিক শিল্পী দেবী সাহা সহ অনেকেই। এছাড়াও এই ছবি অভিনয় করতে দেখা যাবে অর্জুন চক্রবর্তী, শান্তিলাল মুখার্জী, উদয় রায়, লকেট চ্যাটার্জী ও বহু।।
রিপোর্ট ঃ গোপাল দেবনাথ
No comments:
Post a Comment