
নিজস্ব প্রতিবেদন,কলকাতাঃ ট্যালি অ্যাকাডেমী নিজেদের ব্র্যাণ্ড অ্যাম্বাসডর হিসাবে যুক্ত করল ঋদ্ধি সেনকে। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের স্বনির্ভর প্রকল্পের নতুন কোর্সও চালু হল ট্যালি অ্যাকাডেমীতে। নামের আগে ব্র্যান্ড আম্বাসডর শব্দটি ঋদ্ধি'র একেবারেই না সমর্থন বরং নিজেকে ছাত্র হিসেবেই প্রান্তিক ছাত্র - ছাত্রীদের কাছে পৌছাতেই চায় সে।।
No comments:
Post a Comment