
নিজস্ব প্রতিবেদন, কলকাতাঃ পরিচালক সুদীপ চক্রবর্তী প্রথম পরিচালিত বাংলা সিনেমা বরফ প্রকাশিত হল শহরে। চলছে শহরের ছোটো থেকে বড়ো মোটামুটি সমস্ত রকম সিনেমা হলে। সম্প্রতি নন্দন ২ এ অনুষ্ঠিত হল সিনেমা'র প্রিমিয়ার। প্রিমিয়ারে উপস্থিত ছিলেন অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত, ইন্দ্রানী হালদার, অভিনেতা সাতাফ সহও অনেকেই। ছেলের অনুপস্থিতিতেও শ্বাশুড়ি মা ও পুত্র বধূ'র সম্পর্ক কতটা মিষ্টতা থাকতে পারে, তা হল সিনেমাটি'র মূল রসদ।।
সিনেমাটিতে সঙ্গীতে'র যথার্থ পরিবেশন করেছে পন্ডিত দেবজ্যোতি বোস। সিনেমাটি নিয়ে ইন্দ্রানী হালদার জানান,"আমরা মাউন্টেনিং করব, ট্রেকিং করব এটা আমাদের ইয়ুথের কাছে একটা এক্সাইটিং ব্যাপার। অ্যাডভেঞ্চারের গল্প এটি তাও বলা যায় এটা একটা সম্পর্কের গল্প বরফ"।।
অভিনয়ের ক্ষেত্রে ইন্দ্রানী হালদার প্রকৃত কর্মরতা ঘরোয়া পুত্র বধূকে তুলে ধরেছেন রিতিকা'র মাধ্যমে, অপর দিকে স্বাতীলেখা সেনগুপ্ত সাধারনত সিনেমা'র পর্দায় দর্শকের সামনে যে চরিত্রে দেখা গিয়েছিল গতানুগতিক সেই চরিত্র থেকে সম্পূর্ন বেড়িয়ে শুভমে'র মা অথচ তাঁর পুত্রবধূ ছাড়া এক মূহুর্ত চলে না এমন চরিত্রে প্রথমবার তিনি, সেটি যথেষ্ট প্রশংসনীয়।।
এবার আসা যাক গানে, প্রতিটি চলচ্চিত্রে গান একটি বিশাল জায়গা বহন করে। সেক্ষেত্রে বরফও ব্যাতিক্রমী নয়। সঙ্গীত পরিচালকের প্রত্যেকটি গানে শিল্পত্ব থাকলেও অনুপম রায়ের "কিছু চেনা মুখ" দর্শকের হৃদয় ছুঁয়েছে তা বলা'র অবকাশ রাখে না।।
পরিশেষে বলা যায়, তথা কথিত বাংলা সিনেমা'র এক নতুন ভাবধারায় বরফ উপস্থাপন করেছেন পরিচালক তা বলার অপেক্ষা রাখে না।।
চিত্র সৌজন্যঃ রাজীব মুখার্জী
চিত্র সৌজন্যঃ রাজীব মুখার্জী
No comments:
Post a Comment