বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের নতুন দ্বায়িত্বে কলকাতার রাজকুমার - Songoti

বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের নতুন দ্বায়িত্বে কলকাতার রাজকুমার

Share This

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ চলতি বছরের প্রথমে দেশের বিভিন্ন পথশিশুদের নিয়ে ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করছে যুক্তরাজ্যের এক স্বেচ্ছাসেবী সংগঠন- স্ট্রিট চাইল্ড ইউনাইটেড।  যে টুর্নামেন্টেরও ফাইনাল হবে লর্ডসে।  স্ট্রিট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপে ভারতীয় দলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হল কলকাতার রাজকুমারকে। স্ট্রিট চিল্ড্রেনদের নিয়ে এর আগে এই সংস্থা দক্ষিণ আফ্রিকা ও রাশিয়ায় ফিফা ওয়ার্ল্ড কাপ, ব্রাজিলে অলিম্পিক্স 


আয়োজন করেছে। এবার তারাই সরাসরি বিশ্বকাপে প্রবেশাধিকার তাঁদের। নয়টিদেশের শিশু দল এই ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করতে চলেছে। সাংবাদিক সম্মেলনে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘ভারতে স্ট্রিট চিল্ড্রেন ক্রিকেট বিশ্বকাপের শুভেচ্ছাদূত হতে পেরে আমি রীতিমতো সম্মানিত। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, দেশের শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে এবং অনুপ্রেরণা জোগাতে খেলার বিশেষ ভূমিকা রয়েছে। এমন ধরনের উদ্যোগ বেশ প্রশংসনীয়।’’





চিত্র সৌজন্য ঃ বিনয় সেন


No comments:

Post a Comment