কর্নধার জে.ডি. মজুমদার |
বার্তা প্রতিবেদন, কলকাতাঃ বিগত ১৮ বছর ধরে প্রায় ৩০০০ ইভেণ্ট তৈরী করেছেন তা হল রিয়েল সো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানী। কোম্পানীটি'র কর্নধার জে.ডি. মজুমদার। কর্নধার জানিয়েছেন, " Hard work pays off! I am grateful and proud of the fact that we are on the right path and the appreciation will encourage us to build ourselves better ad deliver more value added services to our clients.” ১৮ বছরের রিয়েল সো কোম্পানীটি'র ৩৫ জন সদস্য নিয়ে তৈরী হয়েছে। কর্নধার জানিয়েছেন তাদের মূলত বি টু বি সেমিনার, প্রোডাক্ট লঞ্চ, কনফারেন্স, আওয়ার্ড সহ আরও অন্যান্য সো তারা করিয়ে থাকে।।
No comments:
Post a Comment